নরসিংদী গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইদ্রিস মিয়া (৩০) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার (২৯ জুন) রাতে নরসিংদী সদর উপজেলার শীলমান্দিতে এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ইদ্রিস মিয়া (৩০) কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রাঙ্গলেবি এলাকার আব্দুর রশিদের ছেলে। সে চালক হত্যা করে ইজিবাইক ছিনতাইকারী চক্রের মূল হোতা বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ।
পুলিশ জানায়, জেলার শীলমান্দি এলাকায় সম্প্রতি হাবিবুর রহমান (৩২) নামে এক ইজিবাইক চালককে খুন করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে গোয়েন্দা পুলিশ এ ঘটনায় জড়িত কয়েকজনকে গ্রেফতার করে। পরে ছিনতাইকারী ও খুনী চক্রটির বাকী সদস্যদের ধরতে অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক আবদুল গাফফার। অভিযান চালিয়ে এ চক্রের সঙ্গে জড়িত কয়েক জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকালে মূল হোতা ইদ্রিস মিয়াকে গ্রেফতার করা হয়।পরে জিজ্ঞাসাবাদে ইদ্রিস মিয়া বিভিন্ন স্থানে ৮ থেকে ১০ জন হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের কথা স্বীকার করে। শুক্রবার রাতে ইদ্রিসকে নিয়ে এই চক্রের বাকী সদস্যদের গ্রেফতার করতে শীলশান্দি এলাকায় অভিযানে গেলে তার সহযোগীরা গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে তার সহযোগীদের ছোড়া গুলিতে ইদ্রিস ঘটনাস্থলেই মারা যায়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুইরাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।