তোফা পাংশা উপজেলার বিলচিত্রা গ্রামের ওসমান গনির ছেলে।
রাজবাড়ী ডিবি পুলিশের ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাংশার বাগদুলি খেয়াঘাট ব্রিজ এলাকা থেকে শুক্রবার রাতে তোফাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও চুরির দয়ে একাধিক মামলা রয়েছে। এরমধ্যে অন্তত ৭টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে এবং ৫টির জিআর গ্রেফতারি পরোয়ানা থানায় মুলতবি আছে।