শিমুলিয়া ঘাটে ফেরি চলাচল স্বাভাবিক

শিমুলিয়া ঘাটপদ্মা নদীতে প্রচণ্ড স্রোতের কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। দুইদিন পর আজ  বুধবার (১৮ জুলাই) থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ফেরি চলাচলে বিঘ্ন হওয়ায় শিমুলিয়া ঘাটে যাত্রীবাহী যানবাহনসহ প্রায় পাঁচ শতাধিক যানবাহন অপেক্ষায় রয়েছে।

মঙ্গলবার ঘাটে ১৪টি ফেরি চললেও যাত্রীবাহী যানবাহন অপেক্ষা করতে দেখা গেছে। এমনকি সোমবারের ঢাকা থেকে ছেড়ে যাওয়া নৈশকোচ ফেরি পার হতে মঙ্গলবার বিকাল হয়ে যায়। তবে, বুধবার সকাল থেকে ঘাটের পরিস্থিতি বেশ স্বাভাবিক হয়েছে। তবে যাত্রীবাহী যানবাহন কম থাকলেও প্রায় চারশত পণ্যবাহী ট্রাক পারপারের অপেক্ষায় রয়েছে।

শিমুলিয়া ঘাটের বিআইডাব্লিউটিসি’র উপ-মহাব্যবস্থাপক (এজিএম) শাহ খালেদ নেওয়াজ একথা জানিয়েছেন। তিনি বলেন,  ‘সোমবার পদ্মায় প্রচণ্ড স্রোত থাকায় টানা ফেরিগুলো চলাচল করতে পারেনি। দুইটি রো রো ফেরিসহ ৮টি ফেরি দিয়ে যাত্রীবাহী যানবাহন পারাপার করা হয়। তাই ঘাটে যানবাহনের ভিড় বাড়তে থাকে। তবে মঙ্গলবার থেকে পরিস্থিতি ভালো হতে শুরু করে। বুধবার ঘাটের পরিস্থিতি বেশ ভালো। আজ  ১৫টি ফেরি চলছে। ঘাটে কোনও নৈশ কোচ নেই। সব ফেরিতে পার করা হয়েছে। তবে ৪০০  ট্রাক পারপারের অপেক্ষায়।’

তিনি আরও বলেন,  ‘আগামীকাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটের একটি রো রো ফেরি শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে যুক্ত হওয়ার কথা। তখন চারটি রো রো ফেরি দিয়ে এই রুটে যান পারাপার স্বাভাবিক রাখা যাবে।’