নতুন প্রজন্মকে তার বুকের ভেতরে থাকা এভারেস্টের চূড়ায় উঠতেই হবে: আবদুল্লাহ আবু সাঈদ

আদিয়াবাদ মণি-মেলা-২০১৮ বক্তব্য রাখছেন অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ

অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ বলেছেন,‘নতুন প্রজন্মই ভবিষ্যতের বাংলাদেশকে গড়ে তুলবে। এজন্য প্রত্যেকের হয়তো এভারেস্টের চূড়ায় উঠা হবে না, প্রত্যেকেই হয়তো রবীন্দ্রনাথ হবো না, নজরুল হবো না। কিন্তু নতুন প্রজন্মের প্রত্যেককেই তার বুকের ভেতরে থাকা এভারেস্টের চূড়ায় ওঠতেই হবে। শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ সাহিত্য ভবন ও ভাষাতত্ত্ব কেন্দ্রে আয়োজিত আদিয়াবাদ মণি-মেলা-২০১৮ এ ঐতিহ্যস্মারক বক্তৃতা, গুণী সংবর্ধনা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন,‘প্রত্যেকের জীবনকে জয় করতে হবে, তা না হলে এ জাতির ওপরে উঠা অনেক দেরি হযে যাবে। এতো দেরি হবে যে, শেষ পর্যন্ত আমরা হয়তো উপরে উঠতেই পারবো না।’

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজ এর চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ফরাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ড. মনিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লোকবিশেষজ্ঞ ও প্রত্মতত্ত গবেষক হাবিবুল্লাহ পাঠান, ধানমন্ডি মহিলা কলেজের সভাপতি ডা. খালেদা বেগম। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন, জাগরণী পাঠাগারের সভাপতি ডা. অছিউদ্দিন আহমদসহ স্থানীয় গুণীজন।

আলোচনা অনুষ্ঠান শেষে গুণীজন সংবর্ধনাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, সংগীত, আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেয় স্থানীয় শিক্ষার্থী ও ঢাকার সাংস্কৃতিক কর্মীরা।