সোনারগাঁও থানার ওসি, এসআইয়ের অপসারণ চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম ও উপ-পরিদর্শক (এসআই) সাধন বসাকের অপসারণ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী জাহিদুল ইসলাম স্বপন। তার অভিযোগ, পুলিশের বিরুদ্ধে মামলা করার পর থেকে ওসি ও এসআই মামলা তুলে নিতে  বারবার হুমকি দিচ্ছে। ওই দুই পুলিশ কর্মকর্তা নিজ পদে বহাল থাকলে তদন্ত কাজ প্রভাবিত করবে। এজন্য তিনি দুইজনের অপসারণ দাবি করেন।

সোমবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান জাহিদুল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনার পুলিশের নির্যাতনের শিকার ব্যবসায়ী জাহিদুল।

জাহিদুলের অভিযোগ, সোনারগাঁও উপজেলার দত্তপাড়া গ্রামের ১৭২ শতাংশ জমি নিয়ে একটি শিল্প প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে তার বিরোধ চলছিল। জাফর ইকবাল নামে ওই শিল্প প্রতিষ্ঠানের মালিকের পক্ষ নিয়ে ওসি মোরশেদ আলম ও এসআই সাধন বসাক  চলতি মাসের ৮ অক্টোবর তাকে ধরে নিয়ে থানায় আাটকে রেখে অমানসিক নির্যাতন চালায় এবং ৫০ লাখ টাকা ঘুষ দাবি করে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবরও প্রকাশ হয়েছে। এরপর তিনি ছাড়া পেয়ে ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি এএসপি পদ মর্যাদার নিচে নয় এমন একজন  কর্মকর্তাকে দিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আদালত নির্দেশ দেন। 

তার আশঙ্কা, ওই দুই পুলিশ কর্মকর্তাকে সোনারগাঁও থানা থেকে অন্যত্র বদলি না করা হলে তিনি আরও নির্যাতনের শিকার হবেন। পাশাপাশি মামলার তদন্তেও  তাদের প্রভাব পড়তে পারে।