টাঙ্গাইলে প্রতারণার অভিযোগে ২০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

 

টাঙ্গাইলটাঙ্গাইল জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে প্রতারণার অভিযোগে ২০ জনকে আটকের পর, তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল করিমের নেতৃত্বে ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ম্যাজিস্ট্রেট মো. আব্দুল করিম বলেন, ‘দীর্ঘদিন ধরে জেনারেল হাসপাতালে দালালদের অত্যাচারে রোগী ও রোগীর স্বজনরা অতিষ্ঠ হয়ে উঠেছেন; এমন তথ্যের ভিত্তিতে জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ২০ দালালকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।’