মওলানা ভাসানীর ১৩৮তম জন্মবার্ষিকী পালিত

মওলানা আবদুল হামিদ খান ভাসানী

টাঙ্গাইলের সন্তোষে নানা কর্মসূচির মধ্যদিয়ে জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৩৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

মওলানা ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার (১২ ডিসেম্বর) সকাল থেকে টাঙ্গাইলের সন্তোষে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ঢেকে যায় ভাসানীর মাজার।

এদিন সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মওলানা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করেন ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আলাউদ্দিন। এসময় বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার, ডিন, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মওলানা ভাসানীর পরিবার, ভাসানী ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও ভাসানীর মাজারে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

বিকালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দোয়া-মাহফিল, মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিভিন্ন সংগঠন পৃথকভাবে নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করে। 

১৮৮০ সালের ১২ ডিসেম্বর মওলানা আবদুল হামিদ খান ভাসানী সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন।