আড়াইহাজারে বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগ

ভাঙচুর করা গাড়িনারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। হামলায় মোটরসাইকেলসহ ১০টি গাড়ি ভাঙচুর হয়েছে। আহত হয়েছেন ১৫ জন।

শনিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বিশনন্দি ইউনিয়নের মানিকপুর বাজারে নির্বাচনি প্রচার শেষে ফেরার পথে তিনি এ হামলার শিকার হন। এ সময় হামলাকারীরা তার বহরে থা মোটরসাইকেলসহ ১০টি গাড়ি ভাঙচুর করে। এতে কমপক্ষে ১৫জন কর্মী আহত হয়েছেন।

ভাঙচুর করা গাড়িআড়াইহাজার থানা যুবদলের আহ্বায়ক জুয়েল আহম্মেদ জানান, নজরুল ইসলাম শনিবার দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর এলাকায় পথসভার মধ্য দিয়ে প্রচার শুরু করেন। এরপর তিনি গোপালদী বাজারসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে গণসংযোগ করেন। সন্ধ্যায়  মানিকপুর বাজারে প্রচার শেষে ফেরার পথে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম বাবুর সমর্থকরা তাদের গাড়িরবহরে হামলা চালিয়ে ভাঙচুর করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আক্তার হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাঙচুর করা গাড়িএ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম বলেন, আজাদ ও তার লোকজন নিজেরাই তাদের গাড়ি ভাঙচুর করে আলোচনায় আসতে চায়। তাদের আভ্যন্তরীণ কোন্দলেই এই ঘটনা ঘটছে। আমার লোকজন নির্বাচনি প্রচার-প্রচারণার কাজে ব্যস্ত। জনগণের কাছে ভোট না চেয়ে ভাঙচুর করে নির্বাচনে কোনও সুবিধা নেওয়া যাবে না।