গোপালগঞ্জে পাচারের সময় তিন হাজার কেজি ইউরিয়া সার জব্দ

পাচারের সময় আটক সার

গোপালগঞ্জে পাচারের সময় তিন হাজার কেজি (৬০ বস্তা)ইউরিয়া সার জব্দ করেছে কৃষি বিভাগ। মঙ্গলবার রাতে জেলা শহরের পাচুড়িয়া থেকে এ সার জব্দ করা হয়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান জানান, শহরের মনি ট্রেডার্স থেকে একটি নসিমনে করে তিন হাজার কেজি (৫০ কেজি করে ৬০ বস্তা) ইউরিয়া সার টুঙ্গিপাড়ার উপজেলার বর্ণি গ্রামের নাসির মিয়ার কাছে পাচার করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের পাচুড়িয়া থেকে নসিমনসহ সার জব্দ করা হয়। পরে তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সেকেন্দার শেখ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। তবে বৈধ কাগজপত্র না থাকলে নিয়মিত মামলা করা হবে বলে তিনি জানান।