গোপালগঞ্জ-১ ও ২ আসনে নৌকা বিজয়ী

লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান গোপালগঞ্জ-১ ও ২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী বেসরকারি ফলে বিজয়ী হয়েছেন। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার আনুষ্ঠানিকভাবে বেসরকারি এই ফল ঘোষণা করেন।

গোপালগঞ্জ-১ আসনে কেন্দ্রীয় আওয়ামী লীগের অপর এক প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩ লাখ ৩ হাজার ১৬২ ভোট। এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৭০২ ভোট। ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এফ ই শরফুজ্জামান জাহাঙ্গীর পেয়েছেন ৫৭ ভোট।

শেখ ফজলুল করিম সেলিম গোপালগঞ্জ-২ আসনে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বেসরকারি ফলে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ৮১ হাজার ৯০৯ ভোট। এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী তসলিম সিকদার পেয়েছেন ৬০৮ ভোট। জেলা বিএনপি সভাপতি ধানের শীষ প্রতীকের প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ পেয়েছেন ২৮৬ ভোট।