তিন নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন: ইউপি সদস্যের ২ দিনের রিমান্ড

রিমান্ডনারায়ণগঞ্জের বন্দরে তিন নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের মামলার প্রধান আসামি ইউপি সদস্য ইউসুফ হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফাহমিদা আক্তার এই রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, গত শনিবার পাওনা টাকা চাওয়ায় বন্দরের দক্ষিণ কলাবাগ এলাকার ফাতেমা বেগম ও তার দুই নিকট আত্মীয় আসমা বেগম ও বানু বেগমকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি জীবন ও উম্মেহানীসহ কয়েকজন। এই ঘটনায় ইন্ধন দেয় বন্দর ইউনিয়ন পরিষদের সদস্য ইউসুফ হোসেন। সোমবার নারী নির্যাতনের ঘটনায় ইউপি সদস্যসহ ১১ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। ওই মামলায় ইউসুফ হোসেনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত উভয় পক্ষের শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য নারায়ণগঞ্জ বন্দরে পাওনা টাকা চাওয়ায় তিন নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া যায়। গত (১৬ ফেব্রুয়ারি) শনিবার বিকেলে উপজেলার কলাবাগ এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করলেও কোনও মামলা নেয়নি। এসময় ইউসুফ মেম্বারের কথা ছাড়া থানায় কোনও মামলা হবে না বলে পুলিশ তাদের জানায় বলে নির্যাতিতদের অভিযোগ। এ ঘটনা ফেসবুকে ভাইরাল হলে সোমবার মানবাধিকার কমিশনের তিন সদস্য তদন্ত কমিটি নারায়ণগঞ্জ গিয়ে ঘটনার সত্যতা পায়। পরে বন্দর থানা পুলিশ মামলা নেয়।