কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের মুক্তির দাবিতে মানববন্ধন

কেরানীগঞ্জে দৈনিক যুগান্তরের প্রতিনিধি আবু জাফরের মুক্তির দাবিতে মানববন্ধন

 

ঢাকার কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি আবু জাফরের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। কেরানীগঞ্জ পেসক্লাবের উদ্যোগে শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে জিনজিরা পেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে আবু জাফরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে (আইসটি) দায়ের করা মামলাটি দ্রুত প্রত্যাহার করে তার মুক্তির দাবি জানানো হয়। উল্লেখ্য গত বুধবার (১৯ফেব্রুয়ারি) দোহার থানায় দৈনিক যুগান্তরের প্রতিনিধি আবু জাফরসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে (আইসিটি) একটি মামলা হয়। এই মামলায় আবু জাফরকে ওই দিন দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরের দিন বুধবার দোহার থানা পুলিশ তাকে আদালতে হাজির করলে বিচারক তার জামিন আবেদন না মুঞ্জুর করে কারাগারে পাঠান।

মানববন্ধন কর্মসুচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল গনি সহসভাপতি হাজী মোস্তফা কামাল, প্রতিষ্ঠাতা সভাপতি শফিক চৌধুরী, সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম, হাজী সালাউদ্দিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আলতাফ হোসেন মিন্টু, মোহাম্মদ রায়হান খান, সাংবাদিক ইকবলা হোসেন রতন, মো. ইউছুফ আলী, কালিম সান্টু, মো.আলমগীর হোসেন, রাকিব হোসেন, মিয়া আব্দুল হান্নান, জাহাঙ্গীর হোসেন ঝানু, এইচ এম আমীন, সাজ্জাদ হোসেন শেখ শামীম, লিটন মাহমুদ, ইমন, এরশাদ ও আরিফ প্রমুখ।