এক কেজি দইয়ে ৪৩৫ গ্রাম ফাঁকি!

মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালত

গোপালগঞ্জে এক কেজি দইয়ের ভাঁড়ে দই থাকে মাত্র ৫৬৫ গ্রাম। বাকি ৪৩৫ গ্রামই ফাঁকি। অভিনব এই দই চুরির ঘটনা দীর্ঘদিন করে যাচ্ছিল জেলা শহরের সাতক্ষীরা ঘোষ ডেইরি। এজন্য সাতক্ষীরা ঘোষ ডেইরিকে ১০ হাজার টাকা এবং মেসার্স সুরভিত স্টোরকে লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার রাখার অভিযোগে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে গোপালগঞ্জ সদরের বেদগ্রাম এবং বঙ্গবন্ধু সড়কে চালের দোকানে অভিযান চালানো হয়। খাদ্য অধিদফতরের চাল বিক্রি ও লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার রাখার জন্য মেসার্স সুরভিত স্টোরকে ৩৮ ও ৫২ ধারায় ৮ হাজার টাকা এবং মেসার্স সাতক্ষীরা ঘোষ ডেইরিকে ৪৬ ধারায় দইয়ের ওজনে কারচুপির অভিযোগে জরিমানা করা হয় ১০ হাজার টাকা। এই দুটি প্রতিষ্ঠানে ১৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়।

শামীম হাসান বলেন, সচেতনতা বৃদ্ধি করতে এদিন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। জেলা বাজার কর্মকর্তা আরিফ হোসেন এবং সদর থানা পুলিশ এ সময় উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নিয়মিত বাজার তদারকি অব্যাহত রাখবে।