গোপালগঞ্জে বোতলজাত পানির দুই কারখানাকে জরিমানা

ভোক্তা অধিকারের অভিযানগোপালগঞ্জ সদর উপজেলায় বোতলজাত পানির  দুটি কারখানায় অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।

কারখানা দুটি হলো, সদর উপজেলার চর মানিকদাহ এলাকার আবে রহমত ও সদর উপজেলার সিও অফিস মোড়ের বিশ্বাস ড্রিংকিং ওয়াটার।

শামীম হাসান জানান, পানির জারে কোনও লেবেলিং ও বিএসটিআইয়ের কোনও অনুমোদন না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারায়  এ জরিমানা করা হয়।