নুসরাত হত্যাকারীদের ফাঁসির দাবিতে নরসিংদীতে মানববন্ধন

মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যার বিচার দাবিতেনংসিংদীর পলাশে মানববন্ধনফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের ফাঁসির দাবিতে নরসিংদীর পলাশ উপজেলায় মানববন্ধনে করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটি। শনিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মানবাধিকার সংস্থাটির সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা নুসরাত জাহান রাফি হত্যার তীব্র নিন্দা এবং সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা ও তার সহযোগীদের ফাঁসির দাবি জানান। পাশাপাশি এই বিচার বন্ধ করতে যারা কূটকৌশল করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, যৌন নির্যাতনের বিরুদ্ধে আমাদের নিজ নিজ জয়গা থেকে দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয়ভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সারা বিশ্বে নারী-শিশু নির্যাতন ভয়ানক আকার ধারণ করছে। এটা শুধু আমাদের সমস্যা না, পুরো বিশ্বের সমস্যা। কেবল সামাজিক আন্দোলনই পারে এ অপকর্ম রুখে দিতে।

সংগঠনটির পলাশ শাখার সাধারণ সম্পাদক নূরে-আলম রনির পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন— সভাপতি আনোয়ার হোসেন আনু, সহ-সভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা সুলতানা লাকি ও জিয়াউর রহমান জয়সহ অনেকে।