মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় খেজুর ব্যবসায়ীকে জরিমানা

 

মেয়াদোত্তীর্ণ খেজুরগোপালগঞ্জে মেয়াদ উত্তীর্ণ খেজুর রাখায় এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) বিকালে গোপালগঞ্জ শহরে এই অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান এ অভিযান পরিচালনা করেন।

শামীম হাসান জানান, শহরের মেসার্স শেখ সাদী স্টোরে অভিযানকালে দোকানে থাকা খেজুরের বস্তায় তারিখ না থাকা ও পচা খেজুর রাখার অপরাধে ব্যবসায়ীকে ৩৭ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। দশ বস্তায় থাকা তিনশ কেজি খেজুরও নষ্ট করা হয়েছে।

বাজারের অপর ব্যবসায়ী পাপ্পু ফল ভাণ্ডারের মালিক প্যাকেটে কারচুপি করায় তাকে ৪৬ ধারায় এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে গোপালগঞ্জের ওষুধ তত্ত্বাবধায়ক মহেশ্বর কুমার মণ্ডল, ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মাজহারুল হক বাবলু ও সদর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।