শিশু ধর্ষণের মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

রাঙামাটিতে ৫ জঙ্গির দশ বছরের জেল

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার রায়  দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দীনের আদালত এ রায় দেন। এসময় দণ্ডপ্রাপ্ত আসামি ফাইজুর রহমান সুমন আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দীন রকিব।
মামলার এজহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২২ মে সন্ধ্যায় ফাইজুর রহমান সুমন পূর্ব পরিচয়ের সূত্র ধরে এক বাসায় টেলিভিশন দেখতে গিয়ে ওই বাড়ির ১০ বছর বয়সী শিশুকে ধর্ষণ করে। পরে  শিশুটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রতিবেশীরা। এঘটনায় শিশুদের বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় ফাইজুর রহমান সুমনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। 

আদালতে মামলার দীর্ঘ শুনানি ও রাষ্ট্রপক্ষের ১১ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়ার পর আদালত আজ  এ রায় ঘোষণা করেন।