গোপালগঞ্জের মুকসুদপুরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামাল শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-০৮। মঙ্গলবার ভোর রাতে তাকে ফরিদপুরের ভাঙা উপজেলার শরীফাবাদ বাজার এলাকা থেকে আটক করে মুকসুদপুর থানায় সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, গত ১৯ এপ্রিল শুক্রবার ভোরে মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বিশ্বম্ভবর্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির এক ছাত্রী মক্তব থেকে পড়া শেষ করে বাড়ি ফিরছিল। এ সময় একই গ্রামের রাজু শেখের ছেলে জামাল শেখ (৩৫)ওই ছাত্রীকে ফুসলিয়ে পাশের ঝোপে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন আসলে জামাল শেখ পালিয়ে যায়। পরে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মুকসুদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে।
র্যাব অফিস সূত্রে জানা গেছে, অভিযুক্তকে গ্রেফতারের জন্য ভিকটিমের পরিবার র্যাবের সহায়তা চাইলে র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি দল মো. জামাল শেখকে (৩৫)আটক করেন। কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার-এর নেতৃত্বে র্যাবের বিশেষ অভিযাত্রিক দলটি মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন শরীফাবাদ বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। আটক আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের বিষয়টি সত্য বলে স্বীকার করেছে।