মানিকগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩২

আটক

মানিকগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে ৩২ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে মাদক সেবন ও বিক্রির দায়ে সাত জন, জি আর পরোয়ানায় ১৩ জন এবং সি আর পরোয়ানায় ১২ জন আটক করা হয়। এদের মধ্যে একজন সাজা পরোয়ানার আসামি রয়েছে।

রবিবার (১২ মে) ভোর থেকে সোমবার (১৩ মে) ভোর পর্যন্ত তাদের আটক করার কথা জানিয়েছেন জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার হামিদুর রহমান।

তিনি জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে সংশ্লিষ্ট থানা পুলিশ ২০ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা এবং দুই গ্রাম হেরোইন উদ্ধার করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।