বাসাইল-টাঙ্গাইল সড়কে বেইলি ব্রিজ ধসে যান চলাচল বন্ধ

বেইলি ব্রিজ ধসে গেছে

বাসাইল-টাঙ্গাইল সড়কের নাকাছিম এলাকায় লাঙ্গুলিয়া নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি দেবে গেছে। এজন্য শনিবার (১৮ মে) সকাল ৯টা থেকে এ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে ব্রিজটির দু’পাশের সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। বর্তমানে এই ব্রিজের দু’পাশে গাড়ি রেখে যাত্রীরা পায়ে হেঁটে যাতায়াত করছেন।

বাসাইল,সখীপুর উপজেলা ছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের সাধারণ মানুষের টাঙ্গাইল শহরে পৌঁছানোর এটাই একমাত্র সড়ক। এছাড়াও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট হলে বিকল্প হিসেবে এই সড়কটি ব্যবহার করা হয়।

বেইল ব্রিজটা ভেঙে যাওয়ায় রাস্তার দুপাশে যানজট

জানা যায়, ব্যস্ততম সড়ক নাকাছিম এলাকার লাঙ্গুলিয়া নদীর ওপর নির্মিত ব্রিজটি গত ১৩ ফেব্রুয়ারি ধসে গেছে । পরের দিন (১৪ ফেব্রুয়ারি) সংশ্লিষ্টরা বেইলি ব্রিজটি নির্মাণ করেন। এরপর বেইলি ব্রিজের পাটাতনটি আবার শনিবার (১৮ মে) ধসে গেছে। ফলে এই সড়ক দিয়ে সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে।

এ ব্যাপারে বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম বলেন,‘বেইলি ব্রিজটির পাটাতন হেলে পড়েছে। কর্তৃপক্ষ বেইলি ব্রিজের পাটাতন মেরামত শুরু করেছে। শনিবার (১৮ মে) সন্ধ্যার মধ্যে ব্রিজ মেরামতের কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।’