X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

কাকে ভোট দিলেন সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক?

টাঙ্গাইল প্রতিনিধি
০৮ মে ২০২৪, ১৫:৫৬আপডেট : ০৮ মে ২০২৪, ১৬:১৮

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের মামাতো ও খালাতো ভাই চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। বুধবার (৮ মে) দুপুরের দিকে উপজেলার মুশুদ্দি ইউনিয়নের মুশুদ্দি খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন ড. আব্দুর রাজ্জাক। 

আব্দুর রাজ্জাকের খালাতো ভাই উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান হারুনার রশিদ হীরা। তিনি ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন সাবেক এই মন্ত্রীর মামাতো ভাই। তিনি দোয়াত কলম প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আওয়ামী লীগের স্থানীয় নেতারা জানান, নির্বাচনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে খালাতো ভাই হীরাকে সমর্থন দেন আব্দুর রাজ্জাক। নেতাকর্মীদের তার পক্ষে কাজ করা নির্দেশনা দেন। এদিকে মঞ্জুরুল ইসলাম তপনের সঙ্গে তার কোন্দলের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ভোটার ও নেতাকর্মীরা জানান, উপজেলা আওয়ামী লীগের একাংশ মন্ত্রীর পছন্দের প্রার্থীর পক্ষে নির্বাচন করছেন, হীরাকে সমর্থন করছেন। আব্দুর রাজ্জাক তাকেই ভোট দিয়েছেন।

মুশুদ্দি খন্দকারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দয়িত্ব পালন করা প্রিসাইডিং অফিসার জাকির হোসেন বলেন, ‘স্থানীয় সংসদ সদস্যর দুপুরে তার ভোট দেন। কেন্দ্রে ভোটার উপস্থিতি কম।’

ভোট দেওয়া শেষে আব্দুর রাজ্জাক বলেন, ‘কেন্দ্রে ভোটারের অংশগ্রহণ ভালো। শান্ত পরিবেশ রয়েছে, ভোট দিতে কোনও বাধা নেই। আমি নিজেও ভোট দিয়েছি।’

এই উপজেলায় আব্দুর রাজ্জাকের ভাই ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ (মোটরসাইকেল), ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান রনি (আনারস), সাবেক ছাত্র নেতা আজিজুল ইসলাম (হেলিকাপ্টর) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলার মধুপুর ও ধনবাড়ী উপজেলায় সকাল ৮টা থেকে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

/আরকে/
সম্পর্কিত
নির্বাচনি দায়িত্ব নিরপেক্ষতার সঙ্গে পালন করছে পুলিশ: আইজিপি
উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন
দ্বিতীয় ধাপে আগ্রহ বাড়বে ভোটারের: ইসি আলমগীর
সর্বশেষ খবর
বিধ্বস্ত হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে: ইরানি টেলিভিশন
বিধ্বস্ত হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে: ইরানি টেলিভিশন
ইরানি প্রেসিডেন্ট রাইসির বিষয়ে নরেন্দ্র মোদির উদ্বেগ
ইরানি প্রেসিডেন্ট রাইসির বিষয়ে নরেন্দ্র মোদির উদ্বেগ
বৃষ্টিতে ভেসে গেলো ম্যাচ, এলিমিনেটরে রাজস্থান 
বৃষ্টিতে ভেসে গেলো ম্যাচ, এলিমিনেটরে রাজস্থান 
সোহেল চৌধুরীর মামলার রায় হয়েছে, সালমান শাহর মামলা কতদূর
সোহেল চৌধুরীর মামলার রায় হয়েছে, সালমান শাহর মামলা কতদূর
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ