X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

কাকে ভোট দিলেন সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক?

টাঙ্গাইল প্রতিনিধি
০৮ মে ২০২৪, ১৫:৫৬আপডেট : ০৮ মে ২০২৪, ১৬:১৮

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের মামাতো ও খালাতো ভাই চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। বুধবার (৮ মে) দুপুরের দিকে উপজেলার মুশুদ্দি ইউনিয়নের মুশুদ্দি খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন ড. আব্দুর রাজ্জাক। 

আব্দুর রাজ্জাকের খালাতো ভাই উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান হারুনার রশিদ হীরা। তিনি ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন সাবেক এই মন্ত্রীর মামাতো ভাই। তিনি দোয়াত কলম প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আওয়ামী লীগের স্থানীয় নেতারা জানান, নির্বাচনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে খালাতো ভাই হীরাকে সমর্থন দেন আব্দুর রাজ্জাক। নেতাকর্মীদের তার পক্ষে কাজ করা নির্দেশনা দেন। এদিকে মঞ্জুরুল ইসলাম তপনের সঙ্গে তার কোন্দলের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ভোটার ও নেতাকর্মীরা জানান, উপজেলা আওয়ামী লীগের একাংশ মন্ত্রীর পছন্দের প্রার্থীর পক্ষে নির্বাচন করছেন, হীরাকে সমর্থন করছেন। আব্দুর রাজ্জাক তাকেই ভোট দিয়েছেন।

মুশুদ্দি খন্দকারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দয়িত্ব পালন করা প্রিসাইডিং অফিসার জাকির হোসেন বলেন, ‘স্থানীয় সংসদ সদস্যর দুপুরে তার ভোট দেন। কেন্দ্রে ভোটার উপস্থিতি কম।’

ভোট দেওয়া শেষে আব্দুর রাজ্জাক বলেন, ‘কেন্দ্রে ভোটারের অংশগ্রহণ ভালো। শান্ত পরিবেশ রয়েছে, ভোট দিতে কোনও বাধা নেই। আমি নিজেও ভোট দিয়েছি।’

এই উপজেলায় আব্দুর রাজ্জাকের ভাই ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ (মোটরসাইকেল), ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান রনি (আনারস), সাবেক ছাত্র নেতা আজিজুল ইসলাম (হেলিকাপ্টর) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলার মধুপুর ও ধনবাড়ী উপজেলায় সকাল ৮টা থেকে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

/আরকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের লেবার পার্টি এগিয়ে
প্রবাসীদের পাশাপাশি পুলিশ-আনসারদের জন্য প্রক্সি পদ্ধতিতে ভোট চায় লেবার পার্টি
‘প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে প্রক্সি পদ্ধতির পক্ষে গণঅধিকার পরিষদ’
সর্বশেষ খবর
ঢাকায় আসছে কানাডার ব্যবসায়িক প্রতিনিধিদল
ঢাকায় আসছে কানাডার ব্যবসায়িক প্রতিনিধিদল
গাজীপুরে ইমাম হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
গাজীপুরে ইমাম হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের লেবার পার্টি এগিয়ে
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের লেবার পার্টি এগিয়ে
আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’