নালিতাবাড়ীতে অতিরিক্ত বাস ভাড়ার টাকা ফেরত

অতিরিক্ত ভাড়ার টাকা বুঝিয়ে দিচ্ছেন ইউএনও মো. আরিফুর রহমানশেরপুরের নালিতাবাড়ীতে ঈদ উপলক্ষে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত বাস ভাড়ার টাকা ফেরত দেওয়া হয়েছে। সোমবার (১০ জুন) রাত ৯টায় উপজেলার নন্নী এলাকার কদমতলী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সানি মনি বাস কর্তৃপক্ষের কাছ থেকে ওই টাকা ফেরত নেওয়া হয়। নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুর রহমান জানান, ঈদের আগেই মালিক সমিতির সঙ্গে বৈঠক করে ঢাকায় যাওয়ার ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়। এরপরও সানি মনি বাস কর্তৃপক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাই। তারা ৩শ টাকার ভাড়া ৬শ টাকা করে নিচ্ছিল। এমন অভিযোগের পর উপজেলার নন্নী এলাকার কদমতলী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়।