রাজধানী ঢাকা ও তার আশপাশের ৬৪টি স্কুলের শিক্ষার্থীরা ১৬ দলে বিভক্ত হয়ে এই টুর্নামেন্টে অংশ নেয়।
টি টোয়েন্টি ফরম্যাটে খেলা হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা ১০ ওভারে গড়ায়। প্রথমে ব্যাট করতে নেমে ঢাকা ক্যামব্রিয়ান স্কুল মাত্র ৪৮ রান তুলে অলআউট হয়ে যায়। জবাবে গাজীপুর অগ্রণী উচ্চ বিদ্যালয় ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়ে দুই ওভার বাকী থাকতেই ৪৯ রান তুলে নেয়।
ফাইনাল খেলায় অগ্রণী উচ্চ বিদ্যালয় দলের বোলার তানভীর ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হয়। পাশাপাশি একই দলের হাসান টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়।
এরআগে, শনিবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল খেলার উদ্বোধন করেন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়া ও বিএসবি ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম কে বাশার পিএমজেএফ।
দুপুরে খেলা শেষে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এসময় প্রতিমন্ত্রী জানান, স্কুল পর্যায়ের ক্রিকেট খেলাকে আরও এগিয়ে নিতে সরকার নানা পরিকল্পনা নিয়েছে। এই লক্ষ্যে দেশে আরও কয়েকটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করার কথাও জানান তিনি।
প্রসঙ্গত, ক্যামব্রিয়ান স্পোর্টস ইনস্টিটিউটের তত্ত্বাবধানে গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে গত ১৬ মার্চ থেকে টুর্নামেন্টটি শুরু হয়। এতে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলার ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানের খেলোয়াড়রা অংশ নেয়।