গোপালগঞ্জে দুই ফার্মেসিকে জরিমানা

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বাজার তদারকিগোপালগঞ্জে দুই ফার্মেসিকে জরিমানা ও জব্দ ওষুধ ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার (১৯ জুন) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলায় এ অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।

শামীম হাসান জানান, গোপালগঞ্জ সদর উপজেলার পাটকেল বাড়ি বাজারে মেসার্স বাবা লোকনাথ ফার্মেসিতে বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ ৩০ প্যাকেট ওষুধ পাওয়া যায়। যা ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রম। প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ স্পটে ধ্বংস করা হয়। উলপুর বাজারের মেসার্স মা লক্ষী ফার্মেসিতে অনুমোদনহীন ওষুধ রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

বাজার তদারকিতে জেলা বাজার কর্মকর্তা আরিফ হোসেন উপস্থিত ছিলেন।