নারায়ণগঞ্জে তিন মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড

আদালত

নারায়ণগঞ্জে ৬৬ হাজার ৮শ’ পিস ইয়াবাসহ আটকের মামলায় তিন মাদক ব্যবসায়ীকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া, প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জুলাই) বেলা ২টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আনিসুর রহমান এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ওয়াজেদ আলী খোকন এসব তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলো– চট্টগ্রামের সাতকনিয়ার আলী হোসেনের ছেলে ফোরকান উদ্দিন (২১), একই জেলার উত্তর নয়াপাড়া গ্রামের কবির আহম্মেদের ছেলে মো. হারুন (২১) ও কক্সবাজার জেলার টেকনাফ থানার মৃত শাহ আলমের ছেলে শাহাজাহান (২৫)।

পিপি ওয়াজেদ আলী খোকন জানান, ২০১৬ সালের ১৫ এপ্রিল নারায়ণগঞ্জের ফতুল্লার শান্তিধারা এলাকা থেকে ৬৬ হাজার ৮শ’ পিস ইয়াবাসহ ফোরকান, হারুন ও শাহাজাহানকে আটক করা হয়। এ ঘটনায় ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় মোট ১৬ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্য নিয়ে আদালত আজ ওই রায় দেন৷