গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলেন ইউনুচ মোল্যা। এসময় কাঠি-বৌলতলী সড়কে দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়।
পরে এলাকাবাসী তাকে আহতাবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।