টাঙ্গাইলে পৃথক ঘটনায় দুজনের লাশ উদ্ধার





লাশটাঙ্গাইলে পৃথক ঘটনায় দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৮ আগস্ট) সকালে টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুরে সড়কের ওপর থেকে এক যুবকের এবং নাগরপুরে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, আশেকপুরে আল আমিন (২০) নামের এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার দুরুন এলাকার আলম মিয়ার ছেলে। আশেকপুরে একটি দোকানের ওয়ার্কশপের কর্মচারী তিনি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহা বলেন, ‘রবিবার (১৮ আগস্ট) সকালে আল আমিন পায়ে হেঁটে মহাসড়কের পাশ দিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় আশেকপুর এলাকায় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এদিকে, নাগরপুরে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার নলসন্ধ্যা এলাকায়  ধলেশ্বরী নদীর জিয়া খালে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম মোস্তফা মণ্ডল বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ৮-১০ দিন আগে লোকটিকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দিয়েছে। লাশের পরিচয় জানা যায়নি।’