গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত, বাসে আগুন

দুর্ঘটনার পর যানবাহন ভাঙচুর করে ক্ষুব্ধ জনতা (ছবি– প্রতিনিধি)

গাজীপুর মহানগরীর ভোগড়া চৌধুরী বাড়ি এলাকায় বাসচাপায় খাইরুল ইসলাম (২৩) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। রবিবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ জনতা একটি বাসে অগ্নিসংযোগ ও আরও কিছু যানবাহন ভাঙচুর করে। রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে বাসের আগুন নেভান।

নিহত খাইরুল ভোগড়া চৌধুরীবাড়ী এলাকার রুয়া ফ্যাশন লিমিটেড পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন।

জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জাকারিয়া খান বলেন, ‘খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের আগুন নেভান। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার পর (রাত সাড়ে ৯টা) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস মোড় থেকে উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ ছিল।’

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাওসার আহমেদ চৌধুরী বলেন, ‘ঢাকাগামী দ্রুতগতির অনাবিল পরিবহনের একটি বাস খাইরুল ইসলামকে চাপা দেয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা চ্যাম্পিয়ন পরিবহনের বাস থামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় এবং সড়কে থাকা কয়েকটি যানবাহন ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’