গাজীপুরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সুজন মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার দিবাগত মধ্যরাতে গাজীপুর মহানগরের সালনা (মোল্লাপাড়া) এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র্যাব ঘটনাস্থল থেকে দুটি শটগান, দুটি ওয়ান শুটার গান, ৯ রাউন্ড কার্তুজ ও ১২০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় র্যাবের এক সদস্যও আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
র্যাব-১ এর সহকারী পরিচালক (এসপি) কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহত ব্যক্তি একজন অস্ত্র ও মাদক ব্যবসায়ী।’
নিহত সুজন মিয়া গাজীপুর মহানগরের টঙ্গীর আরিচপুর এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে।
র্যাব-১ এর সহকারী পরিচালক (এসপি) কামরুজ্জামান জানান, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সালনার মোল্লাপাড়ায় কয়েকজন যুবক অস্ত্র ও মাদক কেনাবেচা করছে। এ সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টহলদল বুধবার মধ্যরাতে ওই এলাকায় অভিযানে যায়। এসময় তারা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে। র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে সুজন মিয়া নামে একজন গুলিবিদ্ধ হয় এবং তার সহযোগীরা পালিয়ে যায়। পরে পুলিশের সহায়তার আহত সুজন মিয়াকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষন দাস জানান, গুলিবিদ্ধ সুজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়।