আমদানিকারকের সিল ছাড়া বিদেশি পণ্য বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান (ছবি– প্রতিনিধি)

গোপালগঞ্জে আমদানিকারক প্রতিষ্ঠানের সিলবিহীন বিদেশি পণ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ শহরের সাওদাগর রোডে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান।

শামীম হাসান জানান, আমদানিকারক প্রতিষ্ঠানের সিলবিহীন বিদেশি পণ্য বিক্রির দায়ে মেসার্স বরকত স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া, একই অপরাধে মেসার্স বাগদাদ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।