ফেসবুকে বঙ্গবন্ধু ও ছাত্রলীগ নিয়ে কটূক্তি, আইসিটি আইনে মামলা

গ্রেফতার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফেসবুকে বঙ্গবন্ধু ও ছাত্রলীগ নিয়ে কটূক্তি করায় আইসিটি আইনে করা মামলায় মামুন ভূঁইয়া ওরফে মারজান (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে তার বিরুদ্ধে মামলার করার পর তাকে গ্রেফতার দেখানো হয়।

এর আগের দিন দুপুরে টুঙ্গিপাড়া শেখ হীরার নতুন বাড়ির সামনে থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

গ্রেফতার মামুন ভূঁইয়া ওরফে মারজান টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা গ্রামের আইয়ুব আলী ভূঁইয়ার ছেলে। সে গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

এরআগে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. রেজাউল বিশ্বাস বাদী হয়ে মামুন ভূঁইয়া ওরফে মারজান (২০) ও জাহিদ শেখের (২৬) নামে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২১(২)/২৯(২), ৩১(২) তৎসহ ৫০৬ ধারায় মামলা করেন।

অপর আসামি জাহিদ শেখ টুঙ্গিপাড়া উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের জিলু শেখের ছেলে। সে টুঙ্গিপাড়ায় মিল্কভিটা কোম্পানিতে চাকরি করেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম এনামুল কবীর জানিয়েছেন, শনিবার দুপুরে গ্রেফতার মামুন ভূঁইয়া ওরফে মারজানকে আদালতে পাঠানো হবে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।