আট দিনে মুন্সীগঞ্জে পাঁচ টনের বেশি ইলিশ জব্দ

ইলিশ সংগ্রহে নিষেধাজ্ঞা

মুন্সীগঞ্জে পাঁচ টনের বেশি ইলিশ জব্দ করা হয়েছে। গত ৯ অক্টোবর থেকে আজ বুধবার (১৬ অক্টোবর) পর্যন্ত আট দিনে এই ইলিশ জব্দ করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা মো. জিল্লুর রহমান এ তথ্য জানিয়েছেন।

মো. জিল্লুর রহমান জানান, ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিন (৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর) মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু তা অমান্য করে মা ইলিশ শিকার করছেন মুন্সীগঞ্জের অনেক মৎসজীবী। তাদের থামাতে জেলা মৎস্য অফিস, নৌ-পুলিশ ও কোস্টগার্ড অভিযান পরিচালনা করে আসছে।

তিনি আরও জানান, গত আট দিনে মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে পাঁচ টনের বেশি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। এসময় ১৮ লাখ ৭৩ হাজার মিটার কারেন্ট জালও জব্দ করা হয়। এ ছাড়া, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০১টি মামলা করা হয় ও তিন লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়। গত আট দিনে ১৪৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ২০টি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। অভিযান পরিচালনার জন্য বরাদ্দ কম ও জনবল সংকট রয়েছে বলেও জানান তিনি।

মুন্সীগঞ্জে কার্ডধারী মৎসজীবী রয়েছেন ৯ হাজার ৯২০ জন। এর মধ্যে ইলিশ ধরায় নিষেধাজ্ঞার সময় ২০ কেজি করে চাল বরাদ্দ আছে তিন হাজার ৬৭১ জনের। এবারের মৌসুমে জেলেদের জন্য বরাদ্দ এসেছে ৭৩ দশমিক ২ টন চাল।