কিশোরগঞ্জ-ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধ

কিশোরগঞ্জে বাস ধর্মঘট চলছে

নতুন সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা বাতিলের দাবিতে কিশোরগঞ্জ থেকে ঢাকাসহ সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন চালকরা। বৃহস্পতিবার সকাল থেকে চালকরা কিশোরগঞ্জ-ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন। হঠাৎ এ ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

সকাল থেকে শত শত যাত্রী কিশোরগঞ্জ জেলা সদরের বাসস্ট্যান্ডগুলোতে এসে ফিরে যাচ্ছেন।

কয়েকজন চালকের সঙ্গে কথা হলে তারা বলেন, ‘সরকারের এ আইন অনুযায়ী পাঁচ লাখ টাকা জরিমানা দিয়ে আমাদের পক্ষে গাড়ি চালানো সম্ভব না। যদি পাঁচ লাখ টাকা জরিমানা দেওয়ার ক্ষমতা আমাদের থাকতো তাহলে গাড়ি না চালিয়ে ব্যবসা করতাম। জরিমানা দিয়ে গাড়ি চালাতে হলে মালিকরা এর ব্যবস্থা করবেন। প্রয়োজনে আমরা গাড়ি চালাবো না।’

আন্তঃজেলা বাস টার্মিনালের চালকরা সড়ক পরিবহনের নতুন আইন বাতিলের দাবি জানিয়ে, সড়ক দুর্ঘটনার সব মামলা জামিনযোগ্য করা, দুর্ঘটনায় চালকের পাঁচ লাখ টাকা জরিমানার বিধান বাতিল, চালকের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণির পরিবর্তে পঞ্চম শ্রেণি পর্যন্ত করা, ৩০২ ধারার মামলায় তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখা, পুলিশি হয়রানি বন্ধসহ ওয়েজ স্কেলে জরিমানা কমানো ও শাস্তি বাতিলের দাবি জানান।