কুড়িয়ে পাওয়া লক্ষাধিক টাকা ফেরত দিলেন সিএনজি চালক

কুড়িয়ে পাওয়া এক লাখ ১৩ হাজার টাকা ফেরত দিয়ে সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন হযরত আলী (৪৫) নামে একজন সিএনজিচালিত অটোরিক্সাচালক। সোমবার (১১ নভেম্বর) দুপুরে গাজীপুরের শ্রীপুরের বরমী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি স্থানীয় বরমী এলাকার মহর আলীর ছেলে। শ্রীপুরের বিভিন্ন আাঞ্চলিক সড়কে সিএনজিচালিত অটোরিক্সা চালান।

379425_125

অটোরিক্সাচালক হযরত আলী বলেন, ‘সোমবার দুপুরে পাঁচজন যাত্রী নিয়ে শ্রীপুর থেকে বরমী যাচ্ছিলেন। সামনের সিটে তার পাশে বসেছিলেন সুপারি ব্যবসায়ী আতিকুর রহমান। বরমী সিএনজি স্ট্যান্ডে সব যাত্রী নেমে যান। পরে চালকের সিটের পাশে কাগজে মোড়ানো নগদ কিছু টাকা দেখতে পান। চালক হযরত আলী টাকা নিয়ে প্রকৃত প্রায় এক ঘন্টা স্ট্যান্ডে বসে থাকেন। এর মধ্যে আতিকুর রহমান হন্যে হয়ে স্ট্যান্ডে টাকা খুঁজতে আসেন। তাকে দেখে চালক এগিয়ে গিয়ে টাকার প্যাকেট পাওয়ার কথা জানাই।’

টাকার মালিক শ্রীপুর গ্রামের বাসিন্দা সুপারি ব্যবসায়ী আতিকুর রহমান। টাকা গ্রহণের পর তিনি বলেন, ‘পৃথিবীতে সৎ মানুষ এখনও আছে। যার প্রমাণ রাখলেন হযরত আলী। এ টাকাই ছিল আমার ব্যবসায়ের মূল পুঁজি। টাকা পেয়ে আমার ব্যবসায়ী জীবন ফিরে পেলাম।’

বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক বাদল সরকার বলেন, ‘সামান্য কয়েকটি টাকার জন্য বর্তমানে মানুষ অনেক কিছুই করে। কিন্তু হযরত আলী ১ লাখ টাকার বেশি পেয়েও ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত রেখে গেলেন। হযরত আলী একজন সৎ মানুষ। তার মধ্যে কোনও লোভ নেই। এমন ব্যক্তিদের জন্যই সমাজ বা পৃথিবী এখনও টিকে আছে।’