ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত





ট্রেনে কাটা পড়ে মৃত্যুকিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ট্রেনে কাটা পড়ে একজন শিক্ষকসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার মণ্ডলভোগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কটিয়াদী মানিকখালী রেলওয়ে স্টেশনের মাস্টার আব্দুস সালাম এ তথ্য জানান।
নিহতরা হলেন—ময়মনসিংহের পাগলা থানার আব্দুল হামিদ (৫৫)। তিনি পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অপরজন পাকুন্দিয়া উপজেলার বোরহান (৩৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে এগারসিন্দুর নামের ট্রেনটি কিশোরগঞ্জ রেলস্টেশন থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি কটিয়াদীর মণ্ডলভোগ এলাকায় পৌঁছালে, রেল লাইন পার হতে গিয়ে মোটরসাইকেল আরোহী হামিদ ও বোরহান ট্রেনে কাটা পড়েন।
কটিয়াদী মানিকখালী রেলওয়ে স্টেশনের মাস্টার আব্দুস সালাম জানান, ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই আব্দুল হামিদ মারা যান। অপর আরোহী বোরহানকে স্থানীয়রা উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।