আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধ ৮

 

নরসিংদীতে উদ্ধার হওয়া টেঁটা (ফাইল ছবি)নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আট জন টেঁটাবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুই জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ও অন্যদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের আলীপুরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় শাহজাহান কাজী ও তার ছেলে মামুন কাজীকে ঢামেকে পাঠানো হয়।

নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গহর আলী (২৫), মিছির আলী (১৮), কাউছার (২২) মেহেদী (১৯), অহর উদ্দিন (৩৫) ও অজ্ঞাতনামা একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নজরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আলীপুরা গ্রামের বাসিন্দা শাহজাহান মিয়া এবং একই গ্রামের আওয়ামী লীগ নেতা কামাল মিয়ার বিরোধ চলে আসছিল। এ নিয়ে সকালে দুই পক্ষের লোকজন টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেঁটাবিদ্ধ হয়ে উভয় পক্ষের আট জন আহত হন।