দেশে দুর্নীতিবাজদের সিন্ডিকেট গড়ে উঠেছে: ইনু

জাসদ সভাপতি হাসানুল হক ইনুদেশে বর্তমানে দুর্নীতিবাজদের সিন্ডিকেট গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের আলী আহমদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে তিনি এ মন্তব্য করেন। জেলা জাসদের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাসানুল হক ইনু।

সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, দেশে আজ দুর্নীতিবাজদের সিন্ডিকেট গড়ে উঠেছে। এর ফলে উন্নয়নের সুফল ঠিকমতো পাওয়া যাচ্ছে না। কৃষকরা ফসল দ্বিগুণ উৎপাদন করেও ন্যায্য মূল্য পাচ্ছেন না। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হু-হু করে বাড়ছে। সংবিধানে আজও সাম্প্রদায়িকতা ও সেনাশাসনের ছাপ রয়েছে। শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা চলছে। ডিজিটাল সমাজে নিরাপত্তাহীনতা চলছে।

বিএনপি ভুল পথে হেঁটে বর্তমানে সম্পূর্ণভাবে রাজাকারদের নিয়ন্ত্রণে রয়েছে বলেও মন্তব্য করেন জাসদ সভাপতি। তিনি বলেন , বিএনপি শুধু মুখে স্বাধীনতার কথা বলে, আর রাজাকার জঙ্গিদের সঙ্গে নিয়ে পথ চলে। পাকিস্তানের পক্ষ নিয়ে ওকালতি করে। বিএনপির পক্ষে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব না। বাংলাদেশের গণতন্ত্রের জন্যে বিএনপি এখনও হুমকি।

দেশে ইসলাম নামধারী দলগুলো ইসলামকে পুঁজি করে রাজনীতি করছে উল্লেখ করে তিনি বলেন, তারা বাঙালি সংস্কৃতি, বাংলা ভাষার বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, নারীর বিরুদ্ধে অবস্থান নেয়। পরোক্ষভাবে তারাও যুদ্ধাপরাধীদের সমর্থন দেয়। সম্মেলনে আরও বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি রবিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, সহ-সভাপতি সফিউদ্দিন মোল্লা, জেলা জাসদের সাধারণ সম্পাদক মোহর আলী প্রমুখ।