কাভার্ডভ্যানের হেলপারকে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাভার্ডভ্যানের হেলপার সাগরকে (৩০) ছুরিকাঘাতে হত্যা করেছে ছিনতাইকারীরা। এ সময় চালক আহত হন। শনিবার (২৫ জানুয়ারি) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের আষাঢ়িয়ার চর এলাকায় পুলিশ চেকপোস্টের সামনে এ ঘটনা ঘটে।
সাগর ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ছবিরপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তবে আহত চালকের নাম জানা যায়নি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে মালবাহী একটি কাভার্ডভ্যান শনিবার রাতে নরসিংদী যাচ্ছিল। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ার চর এলাকায় পুলিশ চেকপোস্ট পার হয়ে কাভার্ডভ্যানটি রাস্তার পাশে থামিয়ে নিচে নামে চালক ও হেলপার।
এ সময় ছিনতাইকারীরা তাদের আটকে প্রথমে হেলপার সাগরকে কয়েকবার ছুরিকাঘাত করে। পরে চালককেও ছুরিকাঘাত করলে তাদের চিৎকারে এলাকাবাসী আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সাগর মারা যায়। চালককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মো. শরীফ বলেন, সাগরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।