পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

ফেরি চলাচল (ফাইল ছবি)ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে করে নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় নদী পার হওয়ার জন্য আসা যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ২টা (১৬ ফেব্রুয়ারি) থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত থেকে পাটুরিয়া-দৌলতদিয়ার পদ্মা নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। পরে তা মধ্যরাত প্রকোপ আকার ধারণ করে। ঘন কুয়াশার কারণে নৌপথের মার্কিং পয়েন্ট ও বিকন বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এজন্য দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে বলে জানান ওই কর্মকর্তা।