সিদ্ধিরগঞ্জে দগ্ধদের আরও একজনের মৃত্যু

 

বার্ন ইউনিট, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসিদ্ধিরগঞ্জে চুলা থেকে ছড়িয়ে পড়া গ্যাসের কারণে অগ্নিকাণ্ডের ঘটনায় কীরণ (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুইয়ে। কীরণের শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত-রাত বারোটায় কীরণের মৃত্যু হয়। এরআগে, নূরজাহান (৬০) নামে এক নারীর মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

প্রসঙ্গত, সোমবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি বাসায় গ্যাসের আগুনে একই পরিবারের আট জন দগ্ধ হয়। দগ্ধদের মধ্যে হীরণ (২৫) ও তার স্ত্রী মুক্তা (২০) এবং মেয়ে লিমা (৩), আবুল হোসেন (২২), কাওসার (১৬) ও আপন (১০) চিকিৎসাধীন রয়েছেন।

 

আরও পড়ুন:
গ্যাসের চাপ বুঝতে চুলা চালু রাখাই হলো কাল!