দিল্লিতে সহিংসতার ঘটনায় বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ

Gopalganj University HumanChain Photo-27.02.2020ভারতের দিল্লিতে সহিংসতার ঘটনায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ভারতে সাম্প্রদায়িক মোদি সরকার সংখ্যালঘু মুসলিমদের ওপর আগ্রাসনমূলক হামলা চালাচ্ছে। এতে মুসলিমরা শহীদ হচ্ছে, মারাত্মকভাবে আহত হচ্ছে। মসজিদ-মাদ্রাসা জ্বালিয়ে দেওয়া হচ্ছে। যা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মানববন্ধনে শিক্ষার্থীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সন্ত্রাসী আখ্যা দিয়ে গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে তার বিচার দাবি করেন। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।