গোপালগঞ্জে দুই ভাষাসৈনিককে সংবর্ধনা

ভাষাসৈনিক এ এম ফজলুর রহমানগোপালগঞ্জে দুই ভাষাসৈনিক এ এম ফজলুর রহমান ও সুনীল কুমার দাসকে সম্মাননা দেওয়া হয়। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নজরুল পাবলিক লাইব্রেরি এই অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দুই ভাষাসৈনিক তাদের অভিব্যক্তি প্রকাশ করেন।

ভাষাসৈনিক এ এম ফজলুর রহমান স্মৃতিচারণ করতে গিয়ে জানান, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র-ছাত্রীদের ওপর গুলিবর্ষণের খবর গোপালগঞ্জে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ছাত্র-জনতা রাস্তায় নামে। এ ঘটনার প্রতিবাদে স্কুল-কলেজে ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এসব আন্দোলনে যুক্ত ছিলেন তিনি। ১৯৫৪ সালে শহরের ব্যাংকপাড়ায় বঙ্গবন্ধুর বাড়ির ঐতিহাসিক আম বাগানে বাঁশ ও কাগজ দিয়ে একটি শহীদ মিনার বানানো হয়। এ অপরাধে তিন মাস কারাভোগও করেন তিনি।

ভাষাসৈনিক সুনীল কুমার দাসভাষাসৈনিক সুনীল কুমার দাস জানান,  ৫২-এর ভাষা আন্দোলনের সময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ভাল করে এসব কথা তিনি না বুঝলেও ছাত্ররা যখন মিছিল করতেন তখন তিনি তাদের সঙ্গে মিছিলে যেতেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।