হাসপাতালে চিকিৎসক-নার্সদের উপস্থিতি নিশ্চিত করতে গাড়ি বরাদ্দ

বরাদ্দ করা গাড়িগণপরিবহন বন্ধ থাকায় নরসিংদীর দু’টি সরকারি হাসপাতালে চিকিৎসক ও নার্সদের উপস্থিতি নিশ্চিত করতে যাতায়াতের জন্য চারটি শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন।

রবিবার (২৯ মার্চ) বিকালে গাড়িগুলো বরাদ্দ দেওয়া হয় বলে জানিয়েছেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।

নরসিংদীর জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) মিজানুর রহমান জানান, হাসপাতালের পর্যাপ্ত কোয়ার্টার না থাকায় চিকিৎসক ও নার্সদের অনেকেই জেলার বিভিন্ন স্থানে বাস করেন। গণপরিবহন বন্ধ থাকায় জেলা হাসপাতাল ও নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক ও নার্সদের হাসপাতালে যাতায়াতে সমস্যা দেখা দিয়েছে। এমন অবস্থায় হাসপাতাল দু’টিতে চিকিৎসক ও নার্সরা উপস্থিত হতে না পারলে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হবে। সেজন্য গাড়িগুলো বরাদ্দ দেওয়া হয়েছে।

নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, জেলা স্বাস্থ্যবিভাগ চিকিৎসক ও সেবিকাদের যাতায়াত সমস্যার কথা জানালে গাড়িগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। যাতে করে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত হয়। উপজেলা হাসপাতালগুলোতে যদি এমন সমস্যা থেকে থাকে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।