করোনায় গোপালগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ সুপ্রতিবেশী

গোপালগঞ্জকরোনাভাইরাসে ঘরবন্দী অসহায় পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে সরকারি বরাদ্দের পাশাপাশি গোপালগঞ্জ জেলা প্রশাসন একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। এই বিশেষ উদ্যোগটির নাম সুপ্রতিবেশী।

এই উদ্যোগের মাধ্যমে একটি পরিবার অপর প্রতিবেশী পরিবারের খাদ্য সামগ্রীর দ্বায়িত্ব নেবে। জেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে সামর্থবান যে কোনও ব্যক্তি এক বা একাধিক পরিবারের দ্বায়িত্ব নিতে পারবেন। তাদের দেওয়া অর্থ দিয়ে জেলা প্রশাসন চাল, ডাল, তেল, লবণ ইত্যাদি কিনে ঘরবন্দী অসহায় পরিবারের বাড়িতে পৌঁছে দিবে।

এ বিষয়ে জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, জেলায় অনেক ব্যক্তি রয়েছেন যারা তাদের দান সমাজে গোপন রাখতে চান। আবার অনেকে ঝামেলা এড়াতে গোপনে অসহায় মানুষকে খাদ্য সামগ্রী দিতে চান। অনেকে বিতরণ বিড়ম্বনা এড়াতে চান। এ কারণে আমরা সুপ্রতিবেশী উদ্যোগ গ্রহণ করেছি। ইতোমধ্যে ১৬টি পরিবার পেয়েছি, যারা ২৪০ পরিবারের দ্বায়িত্ব নিয়েছেন। এই ১৬ জনের দেওয়া অর্থ দিয়ে খাদ্য সামগ্রী কিনে ২৪০ অসহায় পরিবারের বাড়িতে পৌঁছে দেওয়া হবে।