করোনা: ওএমএস এর চাল মজুদ করায় জরিমানা

আদালতটাঙ্গাইলের গোপালপুরে করোনা পরিস্থিতিতে ১০ টাকা কেজি দরের ২২ বস্তা চাল মজুদ করার দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে উপজেলার হাদিরা ইউনিয়নের ওএমএস-এর ডিলার আব্দুল গনির গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এই চাল জব্দ করা হয়। এই সময় অভিযুক্ত আব্দুল গনির ছেলে সবুজকে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশে করোনা পরিস্থিতিতে এমন কাজ মোটেও কাম্য নয়। মূল অভিযুক্ত ডিলারকে আইনের আওতায় আনা হবে।

স্থানীয়রা জানায়, ওএমএস-এর ডিলার আব্দুল গনি ১০ টাকা কেজি দরে চাল বিক্রি না করে ভাদুরীচরের গোডাউনে মজুদ রেখেছিল। পরে স্থানীয়রা প্রশাসনকে বিষয়টি অবহিত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস অভিযান চালিয়ে ওই গোডাউন থেকে ২২ বস্তা চাল জব্দ করে।

এই সময় ডিলার আব্দুল গনি বিষয়টি টের পেয়ে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে তার ছেলে সবুজকে আটক করা হয়। পরে সবুজকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।