তিন উপজেলার পর এবার মাদারীপুর লকডাউন




লকডাউনমাদারীপুরের তিনটি উপজেলা লকডাউনের পর এবার পুরো জেলা লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ঘোষণা দেন জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম। রাত ১০টার পর থেকে এই লকডাউন শুরু হবে।

এর আগে দেশের সর্ব প্রথম এলাকা হিসেবে গত ১৯ মার্চ মাদারীপুরের শিবচর উপজেলা লকডাউন ঘোষণা করা হয়। এরপর গত ১২ এপ্রিল থেকে রাজৈর ও কালকিনিতে করোনা শনাক্ত হওয়ার পর এই দুই উপজেলাও লকডাউন ঘোষণা করা হয়।

তবে করোনা পরিস্থিতির পর থেকে মাদারীপুর জেলা কার্যত লকডাউন ছিল। জেলা প্রশাসন থেকে গণবিজ্ঞপ্তি জারি করে দোকানপাট ও জনসাধারণের চলাচল সীমিত ঘোষণা করা হয়। তবে সামাজিক দূরত্বের বিষয়টি তেমনভাবে কার্যকর না হওয়ায় মাদারীপুর জেলা সদর লকডাউনের দাবি ওঠে। এরই প্রেক্ষিতে পুরো জেলা লকডাউন ঘোষণা করা হলো।

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, মাদারীপুরে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ জন, এদের মধ্যে সাত জন সুস্থ হয়েছেন। এখন জেলায় চিকিৎসাধীন আছেন ১৬ জন।

আরও পুড়ন: শিবচর লকডাউন