জমি দখলের অভিযোগে শ্রমিকলীগ নেতা গ্রেফতার

আকবর মৃধাজমি দখল ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আকবর মৃধা নামে শ্রমিকলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি শ্রমিকলীগের ঢাকার সাভারের আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি। রবিবার (১৭ মে) সকালে আশুলিয়ার জামগড়ার কাঠালতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে  তাকে আদালতে পাঠানো হয়। আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ এসব তথ্য জানান।

মামলার বাদী কামরুজ্জামান ও পুলিশ জানায়, আশুলিয়ার কাঠালতলা এলাকায় ৩৫ শতাংশ জমি কেনার পর থেকে বাদী কামরুজ্জামান ভোগদখল করে আসছেন। তবে দীর্ঘদিন ধরে শ্রমিকলীগ নেতা আকবর মৃধা ওই জমি দখলের পায়তারা করে আসছেন। এরই ধারাবাহিকতায় রবিবার সকালে আকবর মৃধা ৮-১০ জনের একটি গ্রুপ নিয়ে ওই জমি দখল করে ভবন নির্মাণের চেষ্টা করে। এ সময় জমির মালিকের কেয়ারটেকার আবু তাহের বাধা দিলে তাকে পিটিয়ে জখম করে আকবর মৃধার লোকেরা। একপর্যায়ে ওই কেয়ারটেকারকে গলাটিপে হত্যার চেষ্টা করা হয়।

পরে এলাকাবাসী এগিয়ে এলে শ্রমিকলীগ নেতা হুমকি দিয়ে সেখান থেকে চলে যান। এ ঘটনায় কামরুজ্জামান বাদী হয়ে ওই দিনই আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।

পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বলেন, 'জমি দখল ও হত্যাচেষ্টার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে শ্রমিকলীগ নেতাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।'