গাজীপুরে আগুনে পুড়লো ২০টি ঝুটের গুদাম

আগুনে পুড়ছে ঝুটের গুদামগাজীপুর মহানগরের দেউলিয়াবাড়ী এলাকায় ২০টি ঝুটের গুদাম ও মালামাল পুড়ে গেছে। সোমবার (২৫ মে) বেলা সোয়া ৩টার দিকে আগুনের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা প্রায় দেড়ঘণ্টা চেষ্টায় বিকালে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে মজনু মিয়া, আজিজ মিয়া, সাদেক ফরাজী, ইউসুফ হাজী, রমজান মিয়া, ফজলু ও মাজহারুল ইসলামলসহ আরও কয়েকজন ঝুট ব্যবসায়ীর টিনশেডের ২০টি গুদাম ও মালামাল পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) মামুনুর রশীদ জানান, মহানগরের কোনাবাড়ী থানার দেউলিয়াবাড়ী এলাকায় একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশেপাশের গুদামে ছড়িয়ে পড়ে।  স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার স্টেশনের আরও পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বিকাল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।