ফাঁকা দৌলতদিয়া ঘাট, নেই ঢাকামুখী চাপ

unnamedরাজবাড়ী জেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের দৌলতদিয়া ঘাট প্রান্তে সকাল থেকে ঈদ ফেরত ঢাকামুখী যাত্রীদের চাপ দেখা যায়নি। তবে দুপুরের দিকে দৌলতদিয়ার ঘাটে ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়বে বলে ধারণা করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিটিসি) কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে কিছু ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল পদ্মা নদী পার হতে দেখা গেলেও বিশেষ ভিড় দেখা যায়নি। ঘাট এলাকায় ছিল না বাড়তি মানুষের চাপ। ব্যক্তিগত যানবাহন ও পণ্যবাহী পরিবহনের উপস্থিতিও খুব একটা ছিল না।

বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আব্দুল্লাহ রনি জানান, বৃহস্পতিবার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যানবাহন ও যাত্রী পারাপারে সাতটি ফেরি চলাচল করছে। যানবাহন ও যাত্রীর চাপ বাড়লে প্রয়োজনে ফেরির সংখ্যাও বাড়ানো হবে।