শিমুলিয়া ঘাটে যানের অপেক্ষায় ফেরি

1 munshiganj 28-5-20দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার শিমুলিয়া ঘাটে যানের অপেক্ষায় ফেরি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে বেলা ১টা পর্যন্ত শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে চারটি রো রো ফেরিসহ মোট দশটি ফেরি চলাচল করে।

সরেজমিনে দেখা যায়, ফেরিতে যান পূর্ণ হওয়ার পরই ঘাট থেকে ফেরি ছেড়ে যাচ্ছে। সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় ৩০০টি ছোট যান কাঁঠালবাড়ির উদ্দেশে ফেরিতে পদ্মা পার হয়েছে। দক্ষিণবঙ্গমুখী যাত্রীদের চাপও ছিল কম। অন্যদিকে, কাঁঠালবাড়ি ঘাট থেকে ছেড়ে আসা ফেরি ছিলো যান ও যাত্রীদের চাপে পূর্ণ। প্রতিটি ফেরিতে শতশত যাত্রী পার হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ফয়সাল জানান, ভোর সকাল থেকে চারটি রো রোসহ ১০টি ফেরি চলাচল করছে শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে। কাঁঠালবাড়ি ঘাটে চাপ বেশি। সকাল থেকে এই পর্যন্ত সকল ফেরির ২০টির মতো ট্রিপ এসেছে। এতে প্রায় ৬০০টি ছোট যান পার হয়েছে।